চুলের জন্য মেহেদি পাতার উপকারিতা ও গুনাগুন সম্পর্কে বিস্তারিত জানুন
চুলের জন্য মেহেদি পাতার উপকারিতা ও গুনাগুন অনেক লক্ষ করা যায়। মেহেদি পাতায় প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে যা মাথার ত্বকে ঠান্ডা রাখে ও চুলের গোড়া শক্ত করে। মেহেদি পাতা ব্যবহারে চুল পড়া কমে, খুশকি দূর হয় ও ফাঙ্গাস দূর হয়। চুলের জন্য মেহেদি পাতার উপকারিতা অনেক বেশি।
নিয়মিত মেহেদী পাতা ব্যবহারে চুল লম্বা ও শক্ত হয়, চুলের আদ্রতা বজায় থাকে। অনেকেই চুলে মেহেদি পাতার সাথে অন্যান্য উপাদান একসাথে মিশিয়ে ব্যবহার করে। যা চুলের ক্ষয় রোধ করে এবং চুলকে গোড়া থেকে পুষ্টি প্রদান করে। তাই চুলের জন্য মেহেদী পাতার উপকারিতা ও গুনাগুন অপরিসীম।
ভূমিকা
চুলের জন্য মেয়েদের পাতার উপকারিতা ও গুনাগুন সম্পর্কে আমরা কম বেশি অনেকেই জানি। কিন্তু মেহেদী পাতার সঠিক ব্যবহার সম্পর্কে আমরা অবগত নয়। আজকেরে আর্টিকেলসটিতে চুলের জন্য মেহেদি পাতার উপকারিতা ও গুনাগুন, মেহেদি পাতা কিভাবে গুড়া করবেন, মেহেদী পাতা দিয়ে কিভাবে হেয়ার প্যাক তৈরি করবেন, মেহেদি পাতা লাগানোর সঠিক নিয়ম মেহেদি পাতা দিয়ে চা বানানোর উপকারিতা এবং কতদিন পর পর মেহেদী পাতা ব্যবহার করতে হয় তার সঠিক নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। তাই মেহেদি পাতার সম্পূর্ণ উপকারিতা ও গুনাগুন বিধি জানতে হলে এ আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন।
মেহেদি পাতার গুড়া
চুলে জৌলুস ফিরিয়ে আনতে মেহেদী পাতার বিকল্প কিছু নেই। নিষ্প্রাণ চুলের প্রাণ ফিরিয়ে আনতে মেহেদি পাতার ব্যবহার করতে হবে। বিভিন্নভাবে মেহেদি পাতা ব্যবহার করা যায়। কিন্তু মেহেদি পাতা ব্যবহারের সবচেয়ে সহজ উপায় হলো মেহেদি পাতাগুলোকে আগে গুরো করে করে রাখা। তাহলে যে কোন সময় কোন ঝামেলা ছাড়াই মেহেদী পাতার প্যাক বানিয়ে চুলে লাগানো যাবে।
মেহেদি পাতার গুঁড়ো করার জন্য সবার আগে মেহেদি পাতা পেড়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপরে সেটিকে পানি ঝরানোর জন্য একটি শুকনা কাপড়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপরে পানি ঝরে গেলে কাপড় সহ রোদের নিয়ে যেয়ে শুকাতে দিতে হবে। ভালোভাবে শুকিয়ে গেলে ব্লেন্ডারে অথবা সিল পাটায় গুঁড়ো করে নিতে হবে। মেহেদি পাতার গুঁড়ো অনেকদিন সংরক্ষণ করার জন্য কোন শুকনা বৈয়ামে সংরক্ষণ করতে হবে যেন বাতাস না ঢুকে। এভাবে মেহেদী পাতা সংরক্ষণ করলে অনেক দিন অনেকদিন থাকে।
মেহেদী পাতার হেয়ার প্যাক
চুলের জন্য মেহেদি পাতার উপকারিতা ও গুনাগুন কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা কম বেশি সবাই জানি। চুলের খুশকি দূর করতে, চুল কালো করতে, চুলের বৃদ্ধি ঘটাতে, চুলকে শক্ত মজবুত করতে বিভিন্নভাবে মেহেদী পাতা ব্যবহার করা হয়। বিভিন্নভাবে মেহেদি পাতার হেয়ার প্যাক বানিয়ে তুলে দিলে চুলের সব ধরনের উপকারিতা পাওয়া যায়। মেহেদি পাতার কয়েকটি হেয়ার প্যাক উল্লেখ করা হলো।
১। মেহেদি পাতার সাথে ডিমের সাদা অংশ ও অলিভ অয়েল অথবা নারিকেল তেল মিশিয়ে হেয়ার প্যাক তৈরি করে সেটির চুলের গোড়ায় সুন্দরভাবে লাগাতে হবে। হেয়ার প্যাক লাগানোর দুই ঘন্টা পরে ঠান্ডা পানি দিয়ে চুলকে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। এই হেয়ার প্যাকটি চুলকে ঝরঝরে সুন্দর করে তুলে।
২। চুলকে মজবুত ও ঘন করতে মেহেদী পাতার গুলোর সাথে আমলকি গুঁড়ো মিশিয়ে ঠান্ডা পানি দিয়ে হেয়ার প্যাক তৈরি করুন। হেয়ার প্যাকটি চুলের গোড়ায় ভালোভাবে লাগিয়ে চুলকে নরম কোন কাপড় দিয়ে ভালোভাবে পেঁচিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেন। আধাঘন্টা পরে চুলের শুকনা কাপড়টি খুলে ভালোভাবে ধুয়ে ফেলুন। এটি ব্যবহারে চুলের গোড়া মজবুত ও ঘন হবে।
৩। চা পাতা কে ভালোভাবে ফুটিয়ে ঠান্ডা করে ছেকে নিন। তারপরে সেটির সাথে মেহেদি পাতার গুঁড়ো মিশিয়ে হেয়ার প্যাক তৈরি করুন। এই হেয়ার প্যাকটি সম্পূর্ণ চুলে খুব ভালোভাবে লাগিয়ে নিন। পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি নিয়মিত ব্যবহারে পাকা চুল কালো হবে।
৪। ২ টেবিল চামচ টক দইয়ের সাথে ৩ টেবিল চামচ মেহেদি পাতার গুঁড়ো মিশিয়ে ভালোভাবে প্যাক তৈরি করুন এবং এই প্যাকটি সম্পূর্ণ চুলে লাগিয়ে নিন। এক ঘন্টা পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। টক দই চুলের শুষ্কতা দূর করে চুলকে প্রাণবন্ত ও সাইনিং করে তুলে। চুল এত বেশি সুন্দর হয় যে সবাই সেটা লক্ষ্য করতে পারবে।
চুলে মেহেদি পাতা লাগানোর নিয়ম
বিভিন্নভাবে এবং বিভিন্ন উপায়ে চুলে মেহেদী পাতা লাগানো হয়ে থাকে। কিন্তু মেহেদী পাতা লাগানোর সঠিক নিয়ম রয়েছে। সেটি অনুসরণ না করে চুলে মেহেদী পাতা লাগালে আশানুরূপ উপকার পাওয়া সম্ভব নয়। চুলে মেহেদি পাতা লাগানোর সঠিক নিয়ম হচ্ছে মেহেদি পাতা লাগানোর আগে চুলকে শ্যাম্পু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিন। তারপরে চুলকে শুকিয়ে নিন। এরপর মেহেদী পাতার সাথে সামান্য অলিভ অয়েল অথবা নারিকেল তেল মিশিয়ে চুলে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এবং মেহেদি পাতা লাগানোর পরে এক থেকে তিন ঘন্টা তুলে রেখে দিতে হব পাকা চুল বেশি লাল করার জন্য এক থেকে ছয় ঘন্টা রাখতে হবে। তারপরে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে সুন্দরভাবে চুল ধুয়ে ফেলতে হবে।
মেহেদী পাতা কি খাওয়া যায়?
চুলের জন্য মেহেদি পাতার উপকারিতা ও গুনাগুন অনেক। অনেকের ধারণা মেহেদী পাতা শুধু ব্যবহার করা যায় কিন্তু খাওয়া যায় না। কিন্তু কিছু কিছু রোগের ঔষধ হচ্ছে মেহেদী পাতা। যেমন শুক্রমেহ রোগের জন্য মেহেদি পাতার রস খেতে হয়। শুক্রমেহ রোগ থেকে নিরাময় পাওয়ার জন্য মেহেদি পাতার রস বানিয়ে সেটিকে পানি অথবা দুধের সাথে প্রতিদিন দুইবার করে পান করলে এর থেকে নিরাময় পাওয়া যায়। এছাড়াও ব্যথা নিরাময়ের জন্য মেহেদী পাতার রস ও সরিষার তেল একসাথে মিশিয়ে পান করলে ব্যথা নিরাময় হয়। ছেলের বিভিন্ন অংশের চামড়া উঠে গেলে সেখানে মেহেদী পাতা বেটে লাগিয়ে দিলে চামড়া উঠা বন্ধ হয়ে যায়।
মেহেদি পাতার চায়ের উপকারিতা
চুলের জন্য মেহেদি পাতার উপকারিতা ও গুনাগুন যেমন বিদ্যমান ঠিক তেমনি শরীরের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য মেহেদি পাতার অনেক ধরনের গুণাগুণ রয়েছে। মেহেদি পাতা শরীরের বিভিন্ন সমস্যার জন্য ব্যবহার করা হয়ে থাকে। অনেকেই বিভিন্ন অসুখের জন্য মেহেদী পাতার রস বানিয়ে খাই। কিন্তু মেহেদী পাতার চায়ের উপকারিতা সম্পর্কে অনেকেরই কোন ধারণা নেই।
বাংলাদেশের মধ্যে বরিশাল বিভাগের একটি অঞ্চলে চা হিসেবে তারা মেহেদী পাতাকে বেছে নিয়েছে। এবং সেটির নাম দিয়েছে জোসন্দা। চায়ের পরিবর্তে তারা মেহেদী পাতা চাবা নিয়ে খায়। বিভিন্ন ধরনের ঘুমের সমস্যা দেখা দিলে যেমন ইনসোনিমিয়া, এ সমস্যা নিরাময়ে মেহেদি পাতার চা বানিয়ে খেলে এই সমস্যার সমাধান হয়। এছাড়াও মেহেদি পাতার চা নিয়মিত খেলে চুলের যেকোনো সমস্যা দূর হয়, শরীরে ঘা বা পচন সিল কোন রোগ দেখা দিলে মেহেদি পাতার চা নিয়মিত খেলে এই রোগ থেকে বাঁচার সম্ভব হয়।
চুল গজানোর জন্য কতদিন পরপর মেহেদি ব্যবহার করা উচিত?
চুলের জন্য মেহেদি পাতার উপকারিতা ও গুনাগুন সম্পর্কে জানার পরে আমাদের জানা উচিত চুল গজানোর জন্য কত দিন পর পর মেহেদী পাতা ব্যবহার করতে হবে। চুলের জন্য মেহেদি পাতার ব্যবহার এক একজনের জন্য একেক রকম। যাদের অতিরিক্ত পাতলা চুল তাদের চুল গজানোর জন্য মেহেদি পাতা সপ্তাহে দুইদিন ব্যবহার করতে হবে এবং সেটি এক থেকে তিন ঘণ্টা রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। যাদের চুল লম্বা কিন্তু চুল উঠে উঠে পাতলা হয়ে গেছে তারা চুলে মেহেদি পাতা সপ্তাহে একদিন লাগাবেন। এবং এক থেকে দেড় ঘন্টা রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলবেন।
লেখকের মন্তব্য
চুলের জন্য মেহেদি পাতার উপকারিতা ও গুনাগুন সম্পর্কে আমাদের জানার আগ্রহ অনেক। মেহেদি পাতার সঠিক ব্যবহার না জানলে এবং ভুলভাল ভাবে চুলে মেহেদী পাতা ব্যবহার করলে চুলের উপকারের থেকে অপকার বেশি হবে। তাই চুলের জন্য মেহেদি পাতার সম্পূর্ণ ব্যবহার ও নিয়ম কানুন বিস্তারিতভাবে আলোচনা করা হলো। আশা করি এই লিখাটি পড়ে পাঠকরা উপকৃত হবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url